images

দেশজুড়ে

ফটিকছড়িতে সড়কে ঝরল যুবকের প্রাণ

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ০৯:১৯ পিএম

images

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সাইদুল আনোয়ার বাবু (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট পৌরসভার কুম্বারপাড়া কালো পুকুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ওই এলাকার মোহাম্মদ দাঈম চৌধুরী বাড়ির প্রবাসী মোহাম্মদ ইদ্রিসের ছেলে। 

স্থানীয় বাসিন্দা আবছার আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুর দ্রুত গতির মোটরসাইকেলের সামনে একটি টমটম (ব্যাটারিচালিত রিকশা) গাড়ি চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাবুকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএ-টি