বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৯:৪০ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– ফেনীর ছাগলনাইয়া উপজেলা মোহাম্মদ সিরাজের ছেলে ইউনুস ও মোহাম্মদ বেলালের ছেলে শাহজালাল।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বলেন, দুর্ঘটনার স্থানটি কিছুটা নিরিবিলি ও ফাঁকা। আশপাশে কোনো দোকান কিংবা লোকালয় নেই। তাই কীভাবে এই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে তা বলা কিছুটা কঠিন। লোকমুখে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুই কিশোর ফেনীর দিকে যাচ্ছিল। কোনো কারণে তারা সড়কে পড়ে যায়। এসময় দ্রুততম কোনো যানবাহন তাদের চাপা দিয়ে চলে গেছে।
আরটিভি/এএএ