images

দেশজুড়ে

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ০৩:২৭ পিএম

images

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পলাতক আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে আবু সুফিয়ানকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে, রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৫ আগস্টের পর থেকে আবু সুফিয়ান চেয়ারম্যান পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

তিনি বলেন, চলতি বছরের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুইজন শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সুফিয়ান শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।