images

দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আহমেদ খানের ইন্তেকাল

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ০২:৩৩ পিএম

images

বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন ইদ্রিস আহমেদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর ৬ মাস।

সোমবার (৯ ডিসেম্বর) ভোরে ইদ্রিস আহমেদ খান মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও ৫ মেয়ে এবং ১৭ জন নাতি-নাতনি রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন ইদ্রিস আহমেদ খানের জন্মস্থান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিরপাশা গ্রামে। ১৯৬৫ সালে পাকিস্তান ভারতের যুদ্ধে তিনি ছিলেন সক্রিয় যোদ্ধা। ১৯৭১ সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 

তার নামাজের জানাজায় বাউফল উপজেলার এসিল্যান্ড, থানা প্রসাসন, লেবুখালির সেনানিবাসের ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট সেনা গার্ড অব অনার সম্মান প্রদর্শন করেন।

আরটিভি/ডিসিএনই