বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ০২:৩০ পিএম
যশোরের শার্শার সীমান্তের ইছামতী নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মৃতের বয়স আনুমানিক ৫০ বছর হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ১৭/৭এস এর ১০২ আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
এ দিকে শার্শা থানার এসআই কামরুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, ‘পাঁচভুলোট সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামকস্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। অজ্ঞাত মরদেহের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।’
আরটিভি/এমকে-টি