images

দেশজুড়ে

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ০৭:০৯ পিএম

images

নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় উপজেলার উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা সুজন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দুরমোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান।

উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা সুজন পাশের শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার বিবরণীতে জানাজায় অন্যদিনের মতো তিনি উপজেলার বটেশ্বর এলাকায় সাইট দেখে মোটরসাইকেল যোগে ফেরার পথে চান্দুরমোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরি (ইছার মাথা) মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতলে এসেছি। মামলা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে-টি