images

দেশজুড়ে

হবিগঞ্জে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১০:৫৪ পিএম

images

হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ৭২ ঘণ্টা পর সাড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাকুবল উপজেলার মীরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর।

গোয়েন্দা পুলিশ জানায়, গত ১ জানুয়ারি হবিগঞ্জ ব্যাংক থেকে ফেরার পথে হবিগঞ্জের সিটি ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজিবকে অপহরণ করে দুর্বৃত্তরা। ব্যাংক থেকে বেরিয়ে চুনারুঘাট যাওয়ার পথে অপহরণকারী চক্র তার নাকে চেতনানাশক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিারপদ স্থানে নিয়ে যায়। সেখান থেকে একটি হাইএইস মাইক্রো করে ঢাকায় নিয়ে যায়। পরে তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এক পর্যায়ে প্রাণে হত্যার ভয় দেখালে অপহৃত কর্মকর্তা ঢাকার জনপথ-কল্যাণপুর এলাকার একটি বুথ থেকে ৩ লাখ উঠিয়ে দেন। 

পরে তার অ্যাকাউন্টে আর টাকা না থাকায় পরিবারের কাছে বাকি টাকা দাবি করে তারা। এক পর্যায়ে শুক্রবার ভোরে বাকি টাকা নিয়ে তাকে ফেরত দিতে ঢাকা থেকে ঢাকা সিলেট মহাসড়কের মীরপুর এলাকায় আসে অপহরণকারী চক্র।

এ দিকে পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরীর সূত্র ধরে সাড়াশি অভিযানে নামে ডিবি পুলিশ। ডিবির একাধিক টিম তাদের ধরতে ঢাকা, ভৈরব ও হাইওয়ে রোডে ওৎ পেতে থাকে। 

শুক্রবার ভোরে অপহরণকারীরা মাইক্রো করে আসার সময় ডিবির অবস্থান জানাজানি হলে তারা অপহরণকারীকে অন্য গাড়িতে সরিয়ে নেয়। এক পর্যায়ে বিকল্প রাস্তায় তারা বাহুবলের মীরপুর এলাকায় পৌঁছে। এ সময় সামনে পিছে ডিবির অবস্থান টের পেয়ে অপহরণকারী ব্যাংক কর্মকর্তাকে মীরপুরে একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা গোয়েন্দা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, অপহৃত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজিব শহরের ইনাতাবাদ এলাকার আরজু মিয়ার ছেলে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরটিভি/এমকে/এআর