images

দেশজুড়ে

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ১০:৩৫ পিএম

images

আদালতে হাজিরা দিতে এসে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদের করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় জুয়েল রানার আদালতে চেক ডিজঅনার মামলায় তিনি আত্মসমর্পণ করেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সরফরাজ হোসেন মৃদুল মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০-৬০ নেতাকর্মী স্বসস্ত্র হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলা করেন। আদালত আবেদন আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।

আরটিভি/এএএ/এআর