মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ০৪:৫০ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে ২০২৪ সালের ৭ অক্টোবর তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। সে মামলায় ১৫ নম্বর এজাহারনামীয় আসামি তিনি।
আরটিভি/এএএ-টি