বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ১০:২৮ এএম
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত বেতনের অতিরিক্ত টাকা, পরীক্ষার অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের কারণে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে সরকারি মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এসব অনিয়মের প্রতিবাদে কলেজে বিক্ষোভ করে তারা।
এরপর বিভিন্ন দাবি নিয়ে তারা কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তির কাছে বিভিন্ন অনিয়ম বিষয়ে জানতে চান। কিন্তু এসবের বিপক্ষে কোন সদুত্তর দিতে পারেনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এরপর শিক্ষার্থীরা কলেজটির প্রধান ফটক, শ্রেণিকক্ষ, অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা ৩ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে।
আরটিভি/একে/এস