images

দেশজুড়ে

শরীয়তপুরে কারেন্ট জালসহ আটক ১৭

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ০৯:৫৫ পিএম

images

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে ১০ মণ জাটকাসহ ১৭ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর থে‌কে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটকের পর উপ‌জেলা নির্বাহী অফিসা‌রের কার্যাল‌য়ে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় ৩ লাখ ৫০ হাজার মিটার গুটি ও কারেন্ট জালসহ ১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। ইলিশগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় প্রদান করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও ভেদরগঞ্জ উপ‌জেলা নির্বাহী অফিসার অনিদ্র মণ্ডল ব‌লেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলা অংশের পদ্মা নদীতে অভিযান পরিচালনাকালে জাটকা ধরার দা‌য়ে ১৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ মণ জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আরটিভি/এফএ-টি