images

দেশজুড়ে

ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে গেল শিশু, অতঃপর...

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০৯:৫৩ পিএম

images

পঞ্চগড়ে ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে সলেমান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার প্রাইম ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সলেমান মাগুরা ধনিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও ক্লিনিকে আসা রোগীর স্বজনরা জানান, সলেমান দুপুরে তার মায়ের সঙ্গে ক্লিনিকে রোগী দেখতে আসেন। দ্বিতীয় তলায় রোগীর সঙ্গে থাকার সময় সবার অগোচরে সলেমান তৃতীয় তলায় উঠে। পরে তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যায় সলেমান। বাচ্চার চিৎকার শুনতে পেয়ে ক্লিনিকের লোকজন নিচে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। 

চিকিৎসাধীন অবস্থায় সলেমান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম।

স্থানীয়রা জানান, ক্লিনিকের মালিকপক্ষরা দীর্ঘদিন ধরে ব্যবসা করার পরেও তারা তৃতীয় তলার বারান্দা অরক্ষিত রেখেছে। বারান্দার দেওয়াল অরক্ষিত থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে  থানায় ইউডি মামলা হবে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। তবে ক্লিনিক কতৃপক্ষের উদাসীনতা রয়েছে কারণ তৃতীয় তলায় বেলকনিতে গ্রিল বা অন্য কোনো প্রটেকশন নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে-টি