images

দেশজুড়ে

চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৪৪ এএম

images

চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় তিনি বলেন, প্রেসক্লাব ছোট সংগঠন হলেও এর গুণগত মান অনেক বড়। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের লেখা আমাদেরকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়।  

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি উত্তোরণে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সুন্দর একটি শহর উপহার দিতে চাই। এই শহরে আমরা থাকবো, এই শহরের ভালো-খারাপ সব দায়িত্ব আমাদের নিতে হবে। চাঁদপুর শহরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জেলা করার সব রকম সুযোগ আছে। প্রশাসনের সহযোগিতা নিয়েই তা করতে হবে। সকলের সাথে মিলেমিশে শহরটি সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তবে অপরিকল্পিত বালু কাটলে শহরকে টিকানো যাবে না। প্রশাসনের নজরদারি থাকলে অন্যায়ভাবে বালু কাটতে পারবে না। তাই সকল বিষয় মাথায় রেখে কাজ করতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী।

মতবিনিময় সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী।  

আরটিভি/এমকে