images

দেশজুড়ে

নরসিংদীতে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩৪ পিএম

images

নরসিংদীর মেহের পারায় মরিয়ম টেক্সটাইল নামে একটি মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুহূর্তের মধ্যে পুরো টেক্সটাইল মিলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফিক বলেন, ‘আমরা দুপুর দেড়টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের নরসিংদী থেকে ৩টি ইউনিট এবং মাধবপুর থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কি পরিমানণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। যেহেতু সুতার মধ্যে আগুন লেগে যায় তার নিরূপণ করে বলা যাবে।’ 

কি কারণে আগুনের সূত্রপাত হয় তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে