images

দেশজুড়ে

উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট, স্থবির জনজীবন

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৬ এএম

images

উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে ধর্মঘট শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রল পাম্প উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ ট্যাকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুল ইসলাম। 

এ দিকে ধর্মঘটের কারণে জ্বালানি তেল না পাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে। যারা ধর্মঘটের খবরে আগাম জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন তারাই কেবল এখন মোটরসাইকেল চালাতে পারছেন।

বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখা যায়, নগরীর প্রতিটি পেট্রল পাম্প বন্ধ রয়েছে। ফলে পাম্পে তেল নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন। আবার অনেকেই পড়ছেন বিপাকে।

পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা বলছেন, সকাল থেকে দেখি পাম্প বন্ধ। যতগুলো পেট্রোল পাম্পে তারা ঘুরেছেন কোথাও কেউ তেল দিচ্ছে না। বেশি দামে হলেও বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে পেট্রোল। 

এ বিষয়ে উত্তরবঙ্গ ট্যাকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর নওগায় বিনা নোটিশে পেট্রোল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও বিপণন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার সকাল থেকে আমাদের এই কর্মসূচির ফলে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন হচ্ছে না। ফলে বেকার হয়ে পড়েছেন ট্যাংকলরি শ্রমিকরা। 

উল্লেখ্য, বাঘাবাড়ি নৌ-বন্দরে স্থাপিত পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে।

আরটিভি/এমকে/এআর