images

দেশজুড়ে

গাইবান্ধায় আ.লীগ কার্যালয় গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা 

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৬ পিএম

images

গাইবান্ধা শহরের ডিবি রোডের রেলগেটস্থ জেলা আওয়ামী লীগের আধপাকা টিনশেড কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এস্কাভেটর মেশিন দিয়ে এই ভাঙচুর করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। সাড়ে ৯টা থেকে এস্কাভেটর মেশিন দিয়ে ভাঙা শুরু হয় এবং রাত সাড়ে ১০টায় শেষ হয়। 

এর আগে, শহরের রেলগেট এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল করে। পরে তারা স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। 

এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের বিভিন্ন অংশ জানালা দরজা ও পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে জানতে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুল ইসলাম তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আরটিভি/এএএ-টি