শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:০৮ পিএম
দেশের বিভিন্ন এলাকার মতো সুনামগঞ্জের শাল্লা এবং বিশ্বম্ভরপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ও কৃষকের একটি ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাল্লা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম
জানা যায়, বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ভাঙচুর করেন ও সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের চালবন পয়েন্টে এক কৃষকের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন।
এ দিকে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা শাল্লা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে ও উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ভাঙচুর করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাল্লা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম ও ছাত্রদল নেতা কয়েছ চৌধুরী বলেন, সারাদেশের বুলডেজার কর্মসূচির অংশ হিসেবে শাল্লায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙা হয়েছে। ধানমন্ডির ৩২ এর মতো আওয়ামী ফ্যাসিবাদীদের কোনো কিছুই থাকবে না। শেখ পরিবারের কোন অস্তিত্ব আমরা রাখব না। তাই দুটি ম্যুরাল আমরা ভেঙে দিয়েছি।
আরটিভি/এমকে