সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৩ এএম
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার দখলে নিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদেরকে উদ্ধার করে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালে এবং বাইপাইল বগাবাড়ি এলাকার সাহারা মর্ডান হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন আঞ্চলিক সড়কে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেন পুলিশ।
গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন হবিগঞ্জ জেলার সদর থানা এলাকার মো. ডালিমের ছেলে কাপ্তান (১৬)। সে জামগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসাবে কাজ করতো। গুলিবিদ্ধ অপরজন হলো টাঙ্গাইল জেলার সদর থানার পিটনা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মঞ্জু মিয়া (১৮)। এ ছাড়া মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন নড়াইল জেলার লোহাগোড়া উপজেলার লোহাগড়া গ্রামের নুর মাহাম্মদ শেখের ছেলে মো. শেখ আবু জাফর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যাবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ছয় রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে কাপ্তান নামের এক তরুণ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে নিকস্থ নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মঞ্জু মিয়া নামে গুলিবিদ্ধ আরেকজনকে বাইপাইল বগাবাড়ি এলাকার সাহারা মর্ডাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে আরও অন্তত ১০ জন আহত হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় বকুল ভূঁইয়া ও শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরটিভি/একে