images

দেশজুড়ে

ঝালকাঠির দুই আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:০১ পিএম

images

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদুল হক।

এতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে অধ্যাপক ডা. মাওলানা হেমায়েত উদ্দিন ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা করছে দলটি।

আরটিভি/এমকে/এস