images

দেশজুড়ে

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:০১ পিএম

images

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় বন্য হাতির আক্রমণে সোনারজান বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারাঙ্গা মন্দুলার চর ইউনুছের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডলু বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব।

নিহত সোনারজান বেগম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারাঙ্গা এলাকার মোহাম্মদ আবুর স্ত্রী এবং দুই সন্তানের জননী। 

পরিবার জানায়, সন্ধ্যায় নিজ বাড়িতে যাওয়ার সময় স্থানীয় ইউনুছের দোকানের সামনে সোনারজান বেগমের ওপর দলছুট হাতি আক্রমণ করে। 

ডলু বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব বলেন, ‘হাতির আক্রমণে নারীর মৃত্যুর ঘটনা সত্য। ঘটনাটি লোকালয়ে হয়েছে, নাকি ফরেস্ট এলাকায় হয়েছে তার তদন্ত ইতোমধ্যে প্রক্রিয়াধীন। ঘটনা যদি লোকালয়ে হয়ে থাকে, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’

আরটিভি/এমকে/এআর