images

দেশজুড়ে

চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২৮ পিএম

images

চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ টাস্কফোর্স ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বেকারি সামগ্রী তৈরি করায় রাজধানী বেকারিকে ৬ হাজার, ন্যাশনাল বেকারিকে ৬ হাজার এবং  মূল্য তালিকা না থাকায় ভূঁইয়া স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা  জরিমানা করা হয়।  

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।  

এছাড়া মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ