শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৪ পিএম
পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। দুই দেশের ব্যবসায়ীদের বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে সকল প্রকার পাসপোর্ট যাত্রী পারপার স্বাভাবিক আছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মধ্যে বৈধ পথে যাতায়াত করতে পারে। আমরা পাসপোর্ট যাত্রীদের যাচাই পূর্বক ভ্রমণের সহযোগিতা করছি।
আরটিভি/এস