images

দেশজুড়ে

চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতাকে গুলি

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪৮ পিএম

images

চট্টগ্রামের রাউজানে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরসংলগ্ন পুকুরপাড়ে এই গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পিয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের পিয়ার মোহাম্মদ চৌধুরীর বাড়ির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বিএনপির কেন্দ্রী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। 

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পুরোহিত তপন চক্রবর্তী বলেন, মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। সাব-কন্ট্রাক্টর হিসেবে পিয়ার মোহাম্মদ কাজটি শুরু করার জন্য পুকুরের পানি সেচ দিচ্ছেন। সে কাজ দেখবাল করতে আসার পর একদল দুর্বৃত্ত তাকে গুলি করে। ঘটনাস্থলে আমি ছিলাম না। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আসি।আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে ৫-৬ রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

আরটিভি/আরএ/এআর