রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৬ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান থেকে সাইদুল ইসলাম ও জাকির হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমকে