images

দেশজুড়ে

রাজবাড়ী‌তে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৩০ এএম

images

রাজবাড়ীতে আলাদা স্থা‌নে ট্রেনে কাটা প‌ড়ে অজ্ঞাতপরিচয়ের দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শ‌নিবার (১৫ ফেব্রুয়ারি) বিকে‌লে পাংশার সত‌্যজিৎপুর ও সদর উপ‌জেলার পাচু‌রিয়া রেল‌স্টেশন এলাকায় ঘটনা দুটি ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আসিফ মোহাম্মদ সি‌দ্দিকুল ইসলাম।

তি‌নি বলেন, ‘ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনের ছাদে থাকা ২৮ বছর বয়সি যুবক বিকে‌লে পাংশার সত‌্যজিৎপুর এলাকায় রেলব্রিজে ধাক্কা খেয়ে নি‌চে পড়ে ট্রেনে কাটা প‌ড়েন।’

তিনি আরও বলেন, ‘এ দিকে পাচু‌রিয়া রেলও‌য়ে স্টেশ‌ন এলাকায় দৌলত‌দিয়া থে‌কে ছেড়ে আসা কু‌ষ্টিয়াগামী শাটল ট্রেনে কাটা পড়ে ৪৫ বছর বয়সি অজ্ঞাত ব‌্য‌ক্তির মৃত্যু হয়েছে। পু‌লিশ মর‌দেহ দু‌টি উদ্ধার ক‌রে‌ছে। পরবর্তী আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে