images

দেশজুড়ে

হিলিতে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২৪ পিএম

images

দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ফরিদুল ইসলাম নামে একজন আটক করা হয় এবং মোফাজ্জল হোসেন নামে একজন পালিয়ে যায়। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সারাদিন অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ী ও মাদক উদ্ধার করে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান। 

আটককৃত ফরিদুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার রহিদুল বিশ্বাসের ছেলে এবং পলাতক আসামী মোফাজ্জল হোসেন (৫০) একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে। 

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটককৃত এবং পলাতক আসামী দীর্ঘদিন ধরে নিজবাড়িতে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। পরে তাদের বাড়িতে মাদকদ্রব্য অধিদপ্তরের টিম অভিযান পরিচালনা করে ফরিদুল ইসলামের বাড়ি থেকে একটি সিগারেটের প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য হেরোইন চার গ্রাম এবং একই সিগারেটের প্যাকেটে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ ছাড়াও মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের বাড়ি হতে খাটের ওপর তোশকের নিচ থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। 

আটককৃত আসামির নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক স্থানীয় থানাতে সোপর্দ করা হয়। পরে সেখান থেকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আরটিভি/এএএ-টি