images

দেশজুড়ে

মুজিবনগরে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪১ পিএম

images

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। 

জানা যায়, পার হয়ে আসা ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে বেশ কিছুদিন জেল খেটেছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। 

পরে রাতের অন্ধকারে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই ১৫ জনের মধ্যে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক রয়েছে।

মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন, ‘বিষয়টি শুনেছি। বিষয়টি খোঁজ নিচ্ছি। অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কারও কাছে কোনো তথ্য পাইনি।’

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ভোরে কয়েকজন বাংলাদেশিকে পুসব্যাকের কথা শুনেছি। তবে এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।’

আরটিভি/এমকে