images

দেশজুড়ে

চাঁদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার 

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৫২ পিএম

images

চাঁদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জেলা বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, সমাজের প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাদঁপুরের উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। 

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাদঁপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সমস্যার কথা সবাই জানি ও বলি। তবে এর সমাধান আমাদেরকেই বের করতে হবে। সকলে রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। সমাজ পরিবর্তনে শুধু প্রশাসন, পুলিশের একা দায়িত্ব নয়, তা আপনার আমার সকলের দায়িত্ব। সকলে ন্যায়সঙ্গত কাজের সঙ্গে থাকবেন।

আরটিভি/এমকে