images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৫

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১০ এএম

images

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া বাজার এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদসহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হারুনুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বারঘোরিয়া বাজারে পরপর ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে সবাই দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার মামুন।

তিনি বলেন, বিস্ফোরণে আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল, এরমধ্যে গুরুতর আহত হারুনুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এমকে/এস