images

দেশজুড়ে

টাঙ্গাইলে পাহাড় কাটা বন্ধে অভিযান, ৩ জনের জেল

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৮:৫৭ পিএম

images

টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযানে আটক করা হয় তিন ব্যক্তিকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। জব্দ ও বাজেয়াপ্ত করা হয় মাটি পরিবহনের ট্রাক। 

অভিযানে আটককৃতরা হলেন—উপজেলার সংগ্রামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক, আমুয়াবাইদ গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে সেলিম আল মামুন ও কুড়িপাড়া গ্রামের জয়েন মণ্ডলের ছেলে লাল মোহাম্মদ। এদের মধ্যে আব্দুর রাজ্জাক ও সেলিম আল মামুনকে ১৫ দিনের এবং লাল মোহাম্মদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় একটি ট্রাককে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং আরেকটি ট্রাক জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, পাহাড় কাটা বন্ধে শুক্রবার রাত ১০ থেকে ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড়ি লালমাটি কাটা অবস্থায় তিনজনকে  হাতেনাতে আটক করা হয়। 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুর রাজ্জাক ও সেলিম আল মামুনকে ১৫ দিনের এবং লাল মোহাম্মদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় একটি ট্রাককে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং আরেকটি ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পাহাড়ি মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের অবস্থান শূন্য সহিষ্ণুতা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/এএএ