images

দেশজুড়ে

সেনবাগে দুদিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০৯:২৪ এএম

images

দুদিন ধরে মো. শাহাদাৎ হোসেন নামে নোয়াখালীর সেনবাগ উপজেলার এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। এতে করে আতঙ্কে দিন কাটাচ্ছে ওই মাদরাসা ছাত্রের পরিবার।

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান।

শাহাদাৎ হোসেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের উত্তর এনায়েতপুর গ্রামের মো. সোলেমানের ছেলে। শাহাদাৎ পার্শ্ববর্তী এয়াতেরপুর আলিম মাদরাসার ১ম বর্ষের ছাত্র। এ ঘটনায় নিখোঁজ শাহাদাতের বাবা সোমবার নোয়াখালীর সেনবাগ থানায় ও মঙ্গলবার ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

নিখোঁজ শাহাদাৎ হোসেনের বাবা সোলেমান জানান, গত ৩ মার্চ সকাল ৯টার দিকে তাদের দোকানের জন্য ফল আনতে গ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে বের হয় শাহাদাৎ। তবে শাহাদাৎ আড়তে যায়নি বলে খবর নিয়ে জানতে পেরে বিভিন্ন স্বজনদের কাছে খোঁজ নিয়েও কোথাও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল ফেনী, সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে তার পরিবারকে। আমরাও নিখোঁজ মাদরাসা ছাত্র শাহাদাৎ হোসেনকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

আরটিভি/এমকে