images

দেশজুড়ে

যুবদল নেতা হত্যা, মা-ছেলে গ্রেপ্তার

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ১০:১৯ পিএম

images

বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা (ডিবি) জেলার গৌরনদী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. ছগির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)।

সূত্রমতে, গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার সহযোগীরা।

এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রধান আসামি শাহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এএএ/এস