images

দেশজুড়ে

কৃষিজমির মাটি বিক্রি করায় ২ জনকে কারাদণ্ড

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ১২:৩২ পিএম

images

চট্টগ্রামের ফটিকছড়িতে মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষিজমির মাটি বিক্রি করায় মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন (৩২) নামে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১টায় উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কর্তন করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের খবর পেয়ে রাত ১টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাটি কাটা ও বিক্রয়ের কাজে যুক্ত দুটি ডাম্প ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, দুজন সরকারি নির্দেশ অমান্য করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ডাম্পট্রাক দুটি জব্দ করা হয়।

এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

আরটিভি/এমকে/এস