সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৭:০৯ পিএম
পুলিশের ওপর হামলা করে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব।
স্থানীয়রা জানান, রোববার রাত ৭টায় খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তাকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চান। তখন স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ছিনিয়ে নিয়ে যান। সে সময় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস।
এ ঘটনায় সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে ছিনতাই করে নেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন, পলাশ, শাহাব আলী ও ছায়েদ।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব বলেন, আটকদের পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমকে-টি