মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ১২:১৩ পিএম
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈমুর মুন্সি (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তার দুই বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রতন শেখ ।
নাঈমুর বাহাদুরপুর এলাকার হাজীকান্দির তৈয়ব আলী মুন্সির ছেলে।
এ বিষয়ে ওসি মো. রতন শেখ বলেন, শিবচর উপজেলায় ব্যক্তিগত কাজ শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাঈমুর। শিবচর-ঠেঙ্গামারা আঞ্চলিক সড়কে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি সড়কের ওপর ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন নাঈমুর ও তার দুই বন্ধু।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নাঈমুরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আরটিভি/এমকে/এস