রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১০:২৫ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংস্কার নিয়ে সবাই যখন নিশ্চুপ ছিলেন, বিএনপি আওয়ামী ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে, এখনও বলছে। ভবিষ্যতে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে।
রোববার (১৬ মার্চ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতোলা ইউনিয়নের রণসিংহপুরে বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মধ্যদিয়ে ৩১ দফাসহ সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়ন করে ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, কয়েকজন সম্মানিত চিন্তাবিদ নিজেদের মতাদর্শকে মনের মাধুরী মিশিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসেবে চালিয়ে দিচ্ছেন। তারা সংস্কারের নামে অবাস্তব ও জনসম্পৃক্তহীন ইস্যু সামনে নিয়ে এসে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছেন।
তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন প্রশ্নে কেউ কেউ বিএনপিকে নসিহত করছেন। তাদের উদ্দেশ্যে বলি, বিএনপিকে নসিহত করার প্রয়োজন নেই। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে বাস্তবভিত্তিক রাজনীতি করে। দেশ ও জনকল্যাণে যা কিছু ভালো, দলীয় স্বার্থের বাইরে গেলেও বিএনপি তা গ্রহণ করতে দ্বিধা করে না। কিন্তু দেশ ও জনগণের ক্ষতি হয়, এমন কোন কাজ বিএনপি করতে পারে না।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে ইফতার আলোচনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলজাজ্ব মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা আব্দুস শহিদ, মাহমুদুল হাসান সোহাগ, রুহুল আমিন প্রমুখ।
আরটিভি/এমকে