সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৫:০৫ পিএম
যশোরে ৪ বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৬) ধর্ষণচেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদরে পল্লিতে এ ঘটনা ঘটে। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই অভিযুক্ত হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল।
ওই নারীর বোন জানান, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে একই এলাকার আলমগীরের ছেলে হাসান। হাসান তার ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে যেত।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর হাসান ওই নারীর ঘরে নিজের মোবাইল ফোন চার্জ দিতে যায়। সাড়ে ৮টার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এ সময় ওই নারী রান্না করছিলেন। তারা ঘরে ঢুকে তার ৪ বছর বয়সী মেয়েকে জিম্মি করে গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। একপর্যায়ে এলাকাবাসী ছুটে এলে ওই নারীর বাঁ-হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল বলেন, আমি ভিকটিমের বাসায় গিয়েছি। তার সঙ্গে কথা বলেছি। যে তাকে আঘাত করেছে, সে ভিকটিমের ছোট ভাইয়ের বন্ধু। তার বয়স ১৬ বছর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পর উপশহর পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার মধ্যে মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে গ্রেপ্তার করা হয়।
আরটিভি/এমকে-টি