সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ১১:২৫ পিএম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাতে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে বাসার ছাদে এ ঘটনা ঘটে।
আলমগীর হোসেন শহিদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলম বেলাল বলেন, ইফতারের পর এই নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়েছি। ছেলেটি এলাকার মাইকিংয়ের কাজ করত। পারিবারিক কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে আমি পুলিশকে ঘটনাটি জানিয়েছি।
শাহরস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাশর্বর্তী বাসার একটি ছাদে আনুমানিক রাত সাড়ে ৮টায় এই হত্যাকাণ্ড ঘটে। বাড়ির ছাদে জবাইকৃত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন। দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
আরটিভি/এমএ