images

দেশজুড়ে

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৯:০২ এএম

images

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।

নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), তার মেয়ে রত্না খাতুন (১২) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩০)।

এ ঘটনায় আহত অপর দুজন হলেন- বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল ও তার স্ত্রী হালিমা খাতুন।

দুর্ঘটনায় নিহত রত্না খাতুন আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। এ সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অ্যাম্বুলেন্সচালককে আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এমকে/এস