images

দেশজুড়ে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ১০:২৯ এএম

images

নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় আশিক হত্যাসহ তিনটি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। 

আরটিভি/একে/এস