images

দেশজুড়ে

ধর্ষণের শিকার পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নাহিদ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০১:১০ পিএম

images

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সেখানকার একটি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়েন তার মেয়ে। এবার সেই ছাত্রীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ মার্চ) এনসিপির নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ১২টার দিকে তারা পটুয়াখালী পৌঁছান নাহিদ ইসলাম।

এই সফরে নাহিদ ইসলাম তার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজখবর নেবেন। এ ছাড়া পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরিবার বলছে, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাকিব মুন্সি (১৯) নামের এক তরুণকে আটক করেছে দুমকি থানা-পুলিশ।  

আরটিভি/এমএ/এস