images

দেশজুড়ে

শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত 

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০২:৫৩ পিএম

images

রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে রুহুল আমিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি মাপাকে কেন্দ্র করে রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিন্টু।

এতে রুহুল আমিন গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, ঘটনাস্থলে স্থলে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এএএ/এস