images

দেশজুড়ে

সুন্দরবনের নতুন এলাকায় ফের আগুন

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০২:১৫ পিএম

images

সুন্দরবনে নতুন করে আরেকটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। 

রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে এই আগুন লেগেছে বলে বনবিভাগ জানিয়েছে। এটি শনিবার কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুনের ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বলে জানানো হয়েছে।

ওই আগুনের ধরন কেমন কতটুকু এলাকায় লেগেছে তা নিশ্চিত করতে পারেনি বনবিভাগ। নতুন করে আগুন লাগায় তা নেভাতে বিপাকে পড়েছে বনবিভাগ। তবে কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন নেভানোর কাজের মধ্যেই নতুন করে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে আগুন লেগেছে।

আরও পড়ুন
Web-Image

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি

তিনি আরও বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ড্রোন ও জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই আগুন দেখা গেছে। কলমতেজি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই আগুনের স্থান। সেখানে বনকর্মীরা যাওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে না যেয়ে আগুনের বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

আরটিভি/এএএ/এস