সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১২:৪১ পিএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
সোমবার (২৪ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
নিহত মিলন হোসেন (৪০) পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মেরিল বাইপাস আয়ুব আলী খাঁর ছেলে।
পরিবারের দাবি, পরিকল্পিতভাবে মিলনকে হত্যা করা হয়েছে। ইফতারের আগে মিলন মুজাহিদ ক্লাবে এলাকায় ইফতারি করার উদ্দেশ্যে যায়। হঠাৎ খবর আসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় মিলন পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। হত্যা নাকি রোড অ্যাক্সিডেন্ট; তদন্ত করে আসল ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
আরটিভি/এমকে