সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১০:০৯ পিএম
Failed to load the video
নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় দাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। এতে ইট পড়ে আব্দুল হান্নান মাসুদ আহত হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে আহত অবস্থায় আব্দুল হান্নান মাসুদসহ আরও তিনজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা হলেন- তুহিন, নিরব ও সুমন।
সোমবার (২৪ মার্চ) সন্ধার পর উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পাটির হাতিয়া প্রতিনিধি মো. ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত পথ সভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথা সময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এসময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আবদুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেয়। পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের দাওয়া দেয়। এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেন।
এ বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্ধা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথ সভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, আমি সংবাদ পেয়ে জাহাজমারার উদ্দেশ্যে রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবো। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।
আরটিভি/একে-টি