images

দেশজুড়ে

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১:২৫ পিএম

images

লক্ষ্মীপুরে হাত-চোখ-মুখ বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের (২৩) ঘটনার মামলায় প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযুক্ত জামাল ভুক্তভোগী গৃহবধূর ননদের স্বামী।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইফতারের আগমুহূর্তে তাকে নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার জামাল উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের শফি আলমের ছেলে। ভুক্তভোগী গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, জামাল দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানায়। এ ঘটনায় সালিসি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু জামাল কারো কথা শোনে না। উল্টো গৃহবধূকে কু-প্রস্তাব দেওয়া অব্যাহত রাখে। সবশেষ সোমবার (২৪ মার্চ) ভোরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে জামাল তাকে পেছন থেকে মুখ চেপে ধরে। পরে জামালের ডাকে আরও ৪ জন এসে তাকে জামা-কাপড় খুলে ও ওড়না দিয়ে হাত মুখ চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে জামাল তাকে ধর্ষণ করে। পরে শোর চিৎকার দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রাতে ধর্ষণের ঘটনায় জামালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ভুক্তভোগী নারী। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করেন। র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। র‌্যাব থেকে আমাদেরকে বিষয়টি জানিয়েছে। আসামিকে তারা আমাদের কাছে হস্তান্তর করবে।

আরটিভি/এএএ