images

দেশজুড়ে

ঢাকা-ভৈরব রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন উদ্বোধন

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১০:০৮ এএম

images

মহান স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্রপ্রকৌশলী রেজাউল ইসলাম ও ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন।

নরসিংদী কমিউটার ট্রেন সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলস্টেশনে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করবেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টা ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

রেলওয়ে ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি বলেন, বাংলাদেশ রেলওয়ের প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রীদের নায্য সেবা দেওয়ার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়েছে। সকাল ৯টায় মাননীয় উপদেষ্টা মহোদয় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে ট্রেন উদ্বোধন করবেন।

নরসিংদী কমিউটার ট্রেন পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ট্রেন পরিচালনায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয়ে ভৈরব বাজার স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশন থেকে কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়। 

আরটিভি/এএএ