images

দেশজুড়ে

ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় হাতিয়ার নলচিরা ঘাটে

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ১২:২৬ পিএম

images

ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল। উপজেলার নলচিরা ঘাট ও তমরদ্দি ঘাট হয়ে মানুষ আসছে হাতিয়ায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রুটে নৌপথে যাত্রীপারাপার হচ্ছে বিভিন্নভাবে। ছোট ছোট নৌযান, স্পিডবোট ও আধুনিক সুবিধা সম্বলিত জাহাজে যাত্রীরা হাতিয়া আসছেন।  

শনিবার (২৯ মার্চ) সকালে গিয়ে দেখা যায়, নলচিরা ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। চট্টগ্রাম থেকে আসা জাহাজে যাত্রীরা এসে নামছেন এই ঘাটে। আবার ঢাকা থেকে আসা যাত্রীরা চেয়ারম্যান ঘাট হয়ে ছোট ছোট ট্রলারে, স্পিডবোটে ও ক্রজারে নলচিরা এসে পৌঁছাচ্ছেন। দেশের কয়েকটি অঞ্চল থেকে এই ঘাটে যাত্রীবাহী নৌযান এসে ভিড় করায় মানুষের সমাগম বেড়েছে।

1743216368261

এদিকে একই ঘাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে ট্রলারও এই ঘাটে আসছে। যাত্রী ও মালবাহী গাড়ির ভিড়ে ঘাটে হাটার ব্যবস্থা পর্যন্ত নেই।

যাত্রীরা জানান, আবহাওয়া ভালো থাকায় নিরাপদে তারা বাড়ি এসে পৌঁছেছেন। এ ছাড়া চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে নতুন সংযোজন হওয়া আধুনিক সুবিধা সম্বলিত একটি ক্রুজার নদী পারাপার আরও নিরাপদ করে তুলেছে। নিরাপাদ ও দ্রুত তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

1743216368296

যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের টিমকে সার্বক্ষণিক ঘাটে টহল দিতে দেখা গেছে।

এ বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আজিজুর রহমান বলেন, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের উপস্থিতি সবসময় বেশি থাকে। ঈদ উপলক্ষে এ ঘাট হয়ে যাত্রীদের আসা যাওয়া আরও বেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের টিম কাজ করছে।

আরটিভি/এমকে/এস