images

দেশজুড়ে

শরীয়তপুরে সুবিধাবঞ্চিত ৫ হাজার পরিবার পেলো ঈদ উপহার

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৭:৪৩ পিএম

images

সুবিধাবঞ্চিত ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীর পরিবার।

রোববার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে নড়িয়া পৌরসভার মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কর্মহীন ৫ হাজার অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থও বিতরণ করা হয়।

বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর ছেলে ফিডুল রাড়ী বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। আগামিতেও আমাদের কার্যক্রম সালমান থাকবে।

ঈদ সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও সন্তোষ প্রকাশ করেন অসহায় মানুষ।

আরটিভি/এমকে