বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৫:১৯ পিএম
‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত চত্বরে হত্যাচেষ্টা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাহমুদ হাসান নামে ওই আসামি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামি।
বুধবার (২ এপ্রিল) সকালে কুষ্টিয়া শহরের জুগিয়া সবজি ফার্ম পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওসি মো. মোরাদুল ইসলাম।
জানা যায়, গ্রেপ্তার মাহমুদ কুষ্টিয়া পৌর সভার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া সবজি ফার্ম পাড়ার বাসিন্দা মামুনুর রশিদের ছেলে। এ ছাড়াও তিনি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (আওয়ামী) সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মোরাদুল ইসলাম বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। জুগিয়া সবজি ফার্ম পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দেওয়া হয়।
আরটিভি/এমকে/এস